সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ সংশোধনের দাবিতে এবং গতকাল সোমবার (১৩ অক্টোবর) ঢাকা কলেজে শিক্ষক–শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ২৫ মিনিটের দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে তারা অবরোধ শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর অধ্যক্ষের অনুরোধে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান। এরপর বন্ধ থাকা যান চলাচল স্বাভাবিক হয়।