আর্কাইভ
লগইন
হোম
কোটিপতি
মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে তৈরি অসাধারণ নাটক ‘কোটিপতি’
সচ্ছল ও কোটিপতি হয়েও মধ্যবিত্ত জীবন কাটানো এক অসামান্য পরিবারের গল্পে আবর্তিত হয়েছে অসাধারণ একটি নাটক। যে গল্পের কেন্দ্রে রয়েছেন ফারহান আহমেদ জোভান। স্ত্রীর চরিত্রে সঙ্গে আছেন কেয়া পায়েল। নাটকে জোভান-পায়েলের রসায়ন নতুন কিছু নয়, বরং প্রমাণিত সফল তারা। তবে এবার একটু ভিন্ন অবয়বে হাজির হবেন দুইজনে। কারণ, এবার আর প্রেম-বিরহ নয়। সরাসরি সংসার-সন্তানসহ স্বামী-স্ত্রীর টানাপোড়েনের জীবনে দেখা যাবে জনপ্রিয় এই জুটিকে এমনটাই জানান নির্মাতা এসআর মজুমদার। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির নাম ‘কোটিপতি’, যা মুক্তি পাচ্ছে ঈদে-চাঁদে নয়, এই শীতে।
3 ঘন্টা আগে