আর্কাইভ
লগইন
হোম
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়েছেন বিএনপি নেত্রী শামা ওবায়েদ
ফরিদপুর-২ (সালথা, নগরকান্দা) আসনে বিএনপি প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ দ্বৈত নাগরিকত্বের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পূর্বে গত ২০ নভেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন। গত ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে শামা ওবায়েদের দাখিল করা হলফনামা থেকে এই তথ্য জানা গেছে। দ্বৈত নাগরিকত্বের বিষয়টি শামা ওবায়েদ গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন। এই বিষয়ে শামা ওবায়েদ গণমাধ্যমকে বলেন, আপনারা জানেন আমি আগেও নির্বাচন করেছি। সেই সময়ে দ্বৈত নাগরিকত্ব নিয়ে তেমন বাধ্যবাধকতা ছিল না। তারপর আমি আগেই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল করে নির্বাচন করেছি। এই বছর আবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে জানানো হলে সেখানে আমার নাগরিকত্ব বাতিল করি। এবারের হলফনামায় সেটি বলা হয়েছে।
5 দিন আগে