গচ্ছিত টাকা-স্বর্ণ ফেরত চাওয়ায় ভাইয়ের চোখ তুলে নিল দুই ভাই
গচ্ছিত টাকা ও স্বর্ণালংকার ফেরত চাইতে গিয়ে বাবার সামনেই দুই ভাইয়ের হাতে চরম নির্যাতনের শিকার হয়েছেন আরেক ভাই। নির্মমভাবে তার দুই চোখ উপড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
গত শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে বরিশাল জেলার মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের ব্যাপারী বাড়িতে ঘটনাটি ঘটে। তবে বিষয়টি এলাকায় জানাজানি হয় গতকাল শনিবার (২৩ আগস্ট) রাতে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী রিপন ব্যাপারী (৩৬) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।