নারায়ণগঞ্জের আড়াইহাজারে বেপরোয়া ডাকাতি, দিশেহারা এলাকার মানুষ
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় সন্ধ্যা নামলেই ডাকাত আতঙ্ক বিরাজ করে। একের পর এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের রাতকাটে চরম উৎকণ্ঠায়। প্রায় প্রতিরাতেই কোনো না কোনো এলাকায় সশস্ত্র ডাকাত দল বাড়িতে হানা দিয়ে লুটপাট করছে। তাদের হামলায় আহত হচ্ছে নারী-শিশুসহ অনেকে। ডাকাতের অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা সম্প্রতি জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তাদের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিতায় ডাকাতরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।