আর্কাইভ
লগইন
হোম
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক
আগস্টের গত ৩০ দিনে রেমিট্যান্স ২২২ কোটি ৯০ লাখ ডলার এলো
এই চলতি আগস্ট মাসের ৩০ দিনে প্রবাসী আয় এসেছে ২২২ কোটি ৮৯ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৬ হাজার ৯৭০ কোটি টাকা (প্রতি ডলার ১২১ টাকা হিসাবে)। গতকাল রোববার (৩১ আগস্ট) এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় আগের বছরের আগস্টের চেয়ে কিছুটা বেশি আগের মাস জুলাইয়ের চেয়ে কম। জুলাই মাসে প্রবাসী আয় এসেছিল ২৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার। আর আগের বছরের পুরো আগস্টে এসেছিল ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার। আগস্ট মাসে প্রবাসী আয়ের উচ্চ ধারা অব্যাহত থাকলেও আগের মাসে কয়েক মাসে আসা প্রবাসী আয়ের চেয়ে কিছুটা কম। গত ৪ মাসের প্রতি মাসে ২৪৭ কোটি থেকে ২৬৩ কোটি ৮৬ লাখ পর্যন্ত প্রবাসী আয় এসেছে। সে হিসাবে চলতি আগস্টের ৩০ দিনে কিছুটা কমেছে।
2025-09-01