জার্মানিতে জমে উঠেছে এবারের ক্রিসমাস মেলা
শীত এলেই জার্মানিতে চারদিকে নেমে আসে উৎসবের আমেজ। দেশজুড়ে এখন লেগে আছে ক্রিসমাস মেলার রঙিন সাজ। জার্মানির ঐহিত্যবাহী ক্রিসমাস মেলা মূলতঃ নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে বড় দিনে (২৩ ডিসেম্বর) শেষ হবে। কোনো কোনো শহরে নববর্ষের পূর্ব পর্যন্তও মেলা চলমান থাকে। জার্মানির ক্রিসমাস মেলাটি দেশটির অন্যতম শতাব্দী প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি ও বিপুল অর্থনৈতিক সম্ভাবনা। এ সময় মাসজুড়ে পুরো জার্মানির শহরগুলোতে আলো, গান আর সুস্বাদু খাবারের সুবাসে তৈরি হয় এক অনন্য উৎসবমুখর পরিবেশ।