সরকারি সম্পত্তি আত্মসাৎ: সালাম মুর্শেদী চার্জশুনানির সময় পেলেন
ঢাকার গুলশান-২ এলাকায় ২৭ কাঠা সরকারি সম্পত্তি আত্মসাতের মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৬ নভেম্বর পর্যন্ত সময় পেয়েছেন সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুস সালাম মুর্শেদী। আজ রোববার (১৯ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক কবির হোসেন প্রামানিক সময়ের আবেদন মন্জুর করেন।
এদিন আসামি আব্দুস সালাম মুর্শেদী, নুরুল হক, রহমান ভুঁইয়া ও মাহবুবুল হকের পক্ষে অভিযোগ গঠন শুনানির জন্য সময় চেয়ে আবেদন করা হয়।
অপরদিকে, মামলার আসামি ইফফাত হক ও তার স্বামী মোহাম্মদ আব্দুল মঈনের পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এরপর আদালত অন্য আসামিদের জন্য চার্জশুনানির পরবর্তী দিন আগামী ২৬ নভেম্বর ধার্য করেন।
এদিন আসামি সালাম মুর্শেদীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়। জামিনে থাকা অন্যান্য আসামিরা আদালতে হাজিরা দেন।