আর্কাইভ
লগইন
হোম
ইউরোপা কনফারেন্স লিগ
পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি
ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের উড়িয়ে দিয়ে ইতিহাস গড়ল চেলসি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৮১ হাজারেরও বেশি দর্শকের সামনে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাবটি। ম্যাচের নায়ক কোল পালমার প্রথমার্ধেই করেছেন জোড়া গোল এবং করিয়েছেন একটি। চেলসি প্রথমার্ধেই খেলা শেষ করে দেয়। ২২তম ও ৩০তম মিনিটে ২টি দৃষ্টিনন্দন বাম পায়ের শটে গোল করেন কোল পালমার। দুইবারই পেনাল্টি বক্সের কিনারা থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়ান এই তরুণ ইংলিশ মিডফিল্ডার। ৪৩তম মিনিটে তার থ্রু পাস থেকেই নিখুঁত চিপে গোলরক্ষক দোন্নারুম্মাকে পরাস্ত করেন হুয়াও পেদ্রো। খেলা শেষে 'ম্যান অব দ্য ম্যাচ' পালমার বলেন, “অসাধারণ এক অনুভূতি। তারচেয়েও ভালো লাগছে এই কারণে যে, অনেকে আমাদের নিয়ে সন্দিহান ছিল। কিন্তু আমরা জানতাম, শক্ত প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেই জিততে হবে।” ২৩ বছর বয়সী পামার মাত্র দুই বছর আগে ম্যানচেস্টার সিটি থেকে চেলসিতে যোগ দেন। এবারের মৌসুমে ১৮টি গোল করে শুরু থেকেই ছিলেন দুর্দান্ত ছন্দে।
8 ঘন্টা আগে