আর্কাইভ
লগইন
হোম
টালিউড
পরকীয়ার গুঞ্জন: যা বললেন সৃজিত-সুস্মিতা
টালিউড বাংলা সিনেমার নির্মাতা সৃজিত মুখার্জি ও নায়িকা সুস্মিতা চ্যাটার্জির একটি সেলফি নিয়ে সামাজিকমাধ্যমে তোলপাড় চলছে। নেটিজেনদের অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন। অনেকের দাবি- ‘পরকীয়া প্রেমে জড়িয়েছেন সৃজিত।’ তাই তো এই বিষয়ে নীরবতা ভাঙলেন সৃজিত মুখার্জি। কেবল সৃজিত নন, বিরক্তি প্রকাশ করে নায়িকা সুস্মিতাও মুখ খুলেছেন। ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে ‘পরকীয়া প্রেম’ নিয়ে প্রশ্নের মুখে পড়েন সৃজিত মুখার্জি। উত্তরে এই নির্মাতা বলেন, ২০২৫ সালে দাঁড়িয়ে একটা সেলফিকে কেন্দ্র করে যে এত কথা হচ্ছে, সেটা ভেবেই আমি অবাক! আমরা পিরিয়ড ড্রামা তৈরি করছি ঠিকই, কিন্তু দাঁড়িয়ে তো বর্তমান সময়েই। তাই রিলাক্স! একটা ছবি নিয়ে এত তোলপাড় করবেন না।
7 ঘন্টা আগে
শ্রাবন্তীর বিবাহবিচ্ছেদ সম্পন্ন
শ্রাবন্তীর বিবাহবিচ্ছেদ সম্পন্ন
2025-04-12
গত কয়েক বছর ধরেই আলাদা থাকছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ‌্যাটার্জি ও তার স্বামী রোশান সিং। স্ত্রীর সঙ্গে পুনরায় সংসার করার জন‌্য মামলাও দায়ের করেন রোশান। কিন্তু তাতে সায় না দিয়ে বিয়েবিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেন শ্রাবন্তী। শুধু তাই নয়, ২০২১ সালের সেপ্টেম্বরে খোরপোশ বাবদ অর্থও দাবি করেন এই অভিনেত্রী। এরপর এই মামলায় স্থগিতাদেশ দেন আদালত। সব জটিলতার অবসান ঘটিয়ে আইনি বিয়ে বিচ্ছেদে সিলমোহর দিলেন আদালত। বিবাহবিচ্ছেদের তথ্য নিশ্চিত করে রোশান সিং বলেন, সবকিছুই খুব শান্তিপূর্ণভাবে মিটেছে। গত ০৮ এপ্রিল (মঙ্গলবার) থেকে আমরা প্রেম-বিয়ের আগে যেমন অপরিচিত ছিলাম, সে রকমই আরও একবার পরস্পরের অপরিচিত হয়ে গেছি।