প্রথম ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেতা দেব
সম্প্রতি ‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার লঞ্চে দীর্ঘ দিন পর একমঞ্চে উঠেন টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী। সাবেক প্রেমিকার সঙ্গে মঞ্চ শেয়ার করে নেওয়ায় তখন নেটদুনিয়ায় পড়ে যায় ব্যাপক শোরগোল। স্বাভাবিকভাবেই এই তারকা জুটির সেই মুহূর্ত দ্রুতই ভাইরাল হয়ে পড়ে।
এরপর সিনেমাটি মুক্তির পর দেব ও শুভশ্রীর মাঝে কিছু ভুল বোঝাবুঝির খবরও সামনে চলে আসে। কেউ শুভশ্রীর পক্ষ নেন, কেউ দেবকে সমর্থন করেন; আবার কেউ দেবের প্রেমিকা রুক্মিণীর হয়ে কথা বলেন। আর সে কারণে দেবের ব্যক্তিগত জীবন বারবার খবরের শিরোনামে উঠে আসে।