মোশাররফ-জুঁই দম্পতির ‘আবর্ত’ ডালাস চলচ্চিত্র উৎসবে
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে আয়োজিত ‘৮ম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাস ২০২৫’-এ নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবর্ত-দ্যা সার্কেল’। মাহামুদুল হাসান টিপু পরিচালিত ২৪ মিনিটের এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রোবেনা রেজা জুঁই ও মোশাররফ করিম দম্পতি।
এটাতে বিভিন্ন চরিত্রে আরও আছেন সাদ্দাম মাল, আভা রানী, অগ্রগামী সাম্য, নিজাম উদ্দিন প্রমুখ। চিত্রনাট্য লিখেছেন কাজী আসাদ। চিত্রগ্রহণে দানিয়েল ড্যানি এবং শিল্প নির্দেশনায় ছিলেন থিউফেলাস স্কট।