ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল
নারী সাফ ফুটসালের প্রথম আসরেই ইতিহাস গড়লো বাংলাদেশ। শুরু থেকে শেষ পর্যন্ত দাপট ধরে রেখে চ্যাম্পিয়ন হয়ে গেছে সাবিনা খাতুনের দল। সবশেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারাতেই শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয়ে যায় দলের।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ননথাবুরি হলে আজ রোববার (২৫ জানুয়ারী) বাংলাদেশের সামনে সমীকরণ ছিল, জিতলেই শিরোপা। এমন সমীকরণ সামনে রেখে অবশ্য শুরুতেই সাবিনারা পিছিয়ে পড়েন।
সেই গোল হজম করেই যেন ঘুম ভাঙে বাংলাদেশের। মালদ্বীপকে চেপে ধরে একের পর এক গোল বের করে নেন সাবিনার দল। সাবিনা খাতুন হ্যাটট্রিক করেন। আর তাতেই ১৪-২ গোলের জয় নিশ্চিত হয়ে যায় দলের।