আমেরিকান পপ তারকার সঙ্গে প্রেম করছেন জাস্টিন ট্রুডো!
আমেরিকান পপ তারকা কেটি পেরির সঙ্গে প্রেম করছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো! হঠাৎ করেই এমন গুঞ্জনে সয়লাব সামাজিকমাধ্যম। মূলত: এই দুইজনকে একসঙ্গে ডিনার ডেটে দেখা যাওয়ার পর থেকে গুঞ্জনের সূত্রপাত।
মন্ট্রিয়ালের এক অভিজাত রেস্টুরেন্টে একান্তে রাতের খাবার উপভোগ করতে দেখা গেছে কেটি পেরির ও জাস্টিন ট্রুডোকে। পিপল ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়, গত সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় তারা একসঙ্গে খাবার খান।
জানা যায়, দুইজনেই একাধিক পদের খাবার উপভোগ করেছেন, যার মধ্যে লবস্টার ছিল অন্যতম আকর্ষণ। সঙ্গে ককটেল পান করেছেন তারা। খাবার শেষে রেস্টুরেন্টের রান্নাঘরের কর্মীদেরও ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান তারা।