নাসির-ইমাদের নিয়ন্ত্রিত বোলিং, সাব্বির-শামীমের ব্যাটে ঢাকার জয়
রাজশাহী ওয়ারিয়র্স-এর বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে মাঝারি সংগ্রহে আটকে রেখে শেষ পর্যন্ত চাপের মধ্যেও জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। ইমাদ ওয়াসিমের আঁটসাঁট স্পেল ও নাসির হোসেনের স্পিনে ভর করে রাজশাহী থামে ১৩২ রানে। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে একাধিকবার বিপদে পড়লেও শেষদিকে শামীম হোসেন পাটোয়ারি ও সাব্বির রহমানের দৃঢ়তায় ৫ উইকেটের জয় নিশ্চিত করে ঢাকা। টস হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহীর ইনিংস শুরু থেকেই ধাক্কায় পড়ে।
শুরুতেই প্রথম বলেই সাহিবজাদা ফারহান আউট হলে চাপে পড়ে দলটি। তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা বাজে সময় কাটানোর চেষ্টা করেন। তবে নাসির হোসেনের অফ স্পিনে আক্রমণাত্মক হতে গিয়ে তানজিদ ১৫ বলে ২০ রান করে ক্যাচ দেন।