জাপানে ধরা পড়লো পাকিস্তানের ‘নকল ফুটবল দল’
নকল নথি ব্যবহার করে ফুটবল দলের ছদ্মবেশে জাপানে যাওয়া ২২ জন পাকিস্তানি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
এফআইএ–এর মুখপাত্র জানান, মানবপাচার চক্রের মূলহোতা মালিক ওয়াকাস ‘গোল্ডেন ফুটবল ট্রায়াল’ নামে একটি ভুয়া ক্লাব নিবন্ধন করেছিলেন। তিনি প্রত্যেকের কাছ থেকে প্রায় ৪০ লাখ রুপি নেন বিদেশ পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে। দলটিকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যেন তারা পেশাদার ফুটবলার মনে হয়।