২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব : মেসিকে ছাড়িয়ে রোনালদোর মাইলফলক
আবারও ফুটবল ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই ইতিহাস গড়ার পথে পর্তুগিজ উইঙ্গার পেছনে ফেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে।
গতকাল মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) হাঙ্গেরির বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে (৩-২) জয়ের মধ্য দিয়ে রোনালদো ক্যারিয়ারের ৩৯তম বিশ্বকাপ বাছাই গোল করলেন। এতে তিনি গুয়াতেমালার সাবেক ফরোয়ার্ড কার্লোস রুইজের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতা হলেন।