মেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করে ফোন দিয়ে জানালো পুলিশকে
সাভার পৌরসভার মজিদপুর এলাকায় আব্দুর সাত্তার (৫৬) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার মেয়ে জান্নাত জাহান শিফা (২৩)। আজ বৃহস্পতিবার (০৮ মে) ভোর রাতে সাভার পৌর এলাকার মজিদপুর কাঁঠালবাগান মহল্লার নূর মোহাম্মদ ভিলার ৫ম তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় নিহতের মেয়ে নিজেই জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল করে হত্যাকাণ্ডের বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করে। নিহত আব্দুর সাত্তার নাটোর জেলার সিংড়া উপজেলার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।