সাভারের আশুলিয়ায় ২ জালনোট কারবারি আটক
সাভার উপজেলার আশুলিয়ায় অভিযান চালিয়ে নারীসহ দুই জাল নোট কারবারিকে আটক করেছে পুলিশ। এই সময় ৪ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
গতকাল বুধবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের আমবাগান এলাকার মিজানুর রহমানের ৫ তলা বাড়ির চতুর্থতলায় অভিযান চালিয়ে তাদের আটক হয়। আটকরা হলেন- আশুলিয়ার নিরিবিলি মুক্তধারা হাউজিং সোসাইটি এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে সানজিদা আক্তার, আশুলিয়ার ডেন্ডাবর নতুন পাড়া এলাকার জাফর খানের ছেলে সাদ্দাম হোসেন। তারা দুইজন দীর্ঘ দিন ধরে জাল নোটের কারবার করে আসছিলেন বলে জানিয়ে পুলিশ।