জিম্বাবুয়ে দল প্রথম টেস্ট খেলতে সিলেটে
জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল দীর্ঘদিন পর আবারও বাংলাদেশের মাটিতে টেস্ট খেলতে এসেছে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকায় পৌঁছায় জিম্বাবুয়ে ক্রিকেট দল।
আর সিরিজের প্রথম ম্যাচ খেলতে আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে নামে শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনদের নেতৃত্বাধীন দলটি।
আগামী ২০ এপ্রিল (রোববার) সফরকারীদের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ২৮ এপ্রিল থেকে দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে চট্টগ্রামে ।