নোয়াখালী এক্সপ্রেসে যোগ দিলেন আফগান ওপেনার সেদিকউল্লাহ আতাল
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আফগানিস্তানের ক্রিকেটারদের কদর দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে আফগান দল এখন প্রতিপক্ষের জন্য বড় হুমকি। যার প্রমাণ মিলেছে সর্বশেষ বিশ্বকাপে সেমিফাইনাল খেলা দলটির পারফরম্যান্সে। সেই ধারাবাহিকতায় আসন্ন বিপিএলেও আফগান ক্রিকেটারদের নিয়ে আগ্রহ চোখে পড়ার মতো।
এরই অংশ হিসেবে এক বিধ্বংসী আফগান ওপেনারকে দলে টেনেছে নোয়াখালী এক্সপ্রেস।