টেলিগ্রামে ‘বিনিয়োগ ফাঁদ’ পেতে অর্থ আত্মসাৎ, ২ জন গ্রেফতার
সামাজিক মাধ্যম টেলিগ্রাম অ্যাপে অনলাইনে বিনিয়োগের লোভ দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার এক যুবকের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা আত্মসাতের ঘটনায় সুনামগঞ্জ জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া দুইজন হলেন- আজাদ মিয়া (২৪) ও মারুফ আহমদ পারভেজ (২১)। তারা দুইজনই দীর্ঘদিন ধরে টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে ভুয়া অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।