২০২৫ সালে সাগরপথে স্পেনযাত্রায় ৩ হাজারের বেশি মানুষের প্রাণহানি
গত ২০২৫ সালের ০১ জনুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার পথে নিহত হয়েছেন ৩,০৯০ জন অভিবাসনপ্রত্যাশী। তারা সবাই নৌকাডুবিতে প্রাণ হারান। এদের মধ্যে ১৯২ জন নারী এবং ৪৩৭ জন শিশুও আছে।
মোট ৩০টি দেশের অভিবাসনপ্রত্যাশীরা রয়েছেন প্রাণহানির এই তালিকায়। অধিকাংশ দেশই পূর্ব ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের; এর বাইরে পাকিস্তান, সিরিয়া, ইয়েমেন, সুদান, ইরাক ও মিশরের নাগরিকরাও রয়েছেন।