কিংবদন্তি দুই কিশোর ফুটবলার- তুলনায় পিছিয়ে মেসি-নেইমাররাও!
বিগত ২০০৭ সালে দুই জনেরই জন্ম। একজন হল- বার্সেলোনার প্রাণভোমরা লামিনে ইয়ামাল, অন্যজন রিভার প্লেটের উদীয়মান নক্ষত্র ফ্রাঙ্কো মাস্তানতুনো।
তারা মাত্র ১৭ বছর বয়সেই বিশ্বের শীর্ষ ক্লাবগুলোর গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন। এই বয়সে তাদের পারফরম্যান্স পেছনে ফেলে দিয়েছে গত দুই দশকের বহু তারকা ফুটবলারদের।