কেয়া পায়েল আবারও মডেল হলেন ইমরানের গানে
বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ‘পারব না তোমাকে ছাড়তে’ শিরোনামে নতুন একটি গান নিয়ে আসছেন। এটি একটি দ্বৈত গান। ইমরানের সহশিল্পী ‘ক্ষুদে গানরাজ’ খ্যাত সংগীতশিল্পী হুমায়রা ঈশিকা। এই গানে মডেল হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ভিডিও নির্মাণ করছেন সৈকত রেজা।
ইমরানের সঙ্গে মডেল হিসাবে কেয়া পায়েলের এটিই প্রথম কাজ নয়। এর আগেও এ অভিনেত্রী ইমরানের বহু গানের মডেল হয়েছেন। এই জুটির জনপ্রিয় মিউজিক ভিডিওর মধ্যে রয়েছে ‘এতো ভালোবাসি’, ‘আলো’, ‘পরাণ বন্ধুরে’, ‘কে তোমাকে এতো ভালোবাসতে পারে’ ইত্যাদি।