৯২ বছরের রেকর্ড ভাঙলেন ৩৮ বছর বয়সী পাক বোলার আসিফ আফ্রিদি
পাকিস্তানের অভিজ্ঞ স্পিনার আসিফ আফ্রিদি টেস্ট অভিষেকেই ইতিহাস গড়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে এই বাঁহাতি স্পিনার ৫ উইকেট নিয়ে হয়েছেন টেস্ট ইতিহাসে সবচেয়ে বয়স্ক অভিষেকে ‘ফাইফার’ পাওয়া বোলার। ভেঙে দিয়েছেন ৯২ বছরের পুরোনো রেকর্ড।
৩৮ বছর ৩০১ দিন বয়সে টেস্ট অভিষেক করা আসিফ দলে জায়গা পান হাসান আলির জায়গায়। নির্বাচকদের সেই সিদ্ধান্তে তিনি হয়ে ওঠেন সোনার ডিম দেওয়া হাঁস। অভিষেক ম্যাচেই তিনি স্পিন জাদু দেখিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।