মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর গ্রাম পর্যটনের ছোঁয়ায় এখন শহর
আধুনিক পর্যটনের ছোঁয়ায় বদলে গেছে জনপদ। থোকা থোকা বা স্থাপনাহীন পটভূমির চিহ্ন মুছে গিয়ে স্থান পেয়েছে বড় বড় ইমারত, দালানকোঠার নান্দনিক সৌন্দর্য। এলাকার মানুষের দরিদ্রতা মুছে গিয়ে তাদের ঠাঁই হয়েছে স্থানীয় কর্মসংস্থানে।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রাধানগর গ্রাম পুরোপুরি বদলে গেছে পর্যটনকে কেন্দ্র করে। একসময় এই গ্রামের মানুষের প্রধান জীবিকা ছিল আখ চাষ। তবে আখ চাষে লাভবান না হওয়ায় এই এলাকার মানুষ পরবর্তীকালে লেবু, কাঁঠাল ও আনারস চাষে ঝুঁকে পড়েন। কিন্তু তাতেও কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় দীর্ঘদিন কৃষিনির্ভর জীবনই ছিল রাধানগরের মানুষের ভরসা।
সবুজ পাহাড় আর নৈসর্গিক সৌন্দর্যে ভরা এই গ্রামটি নতুন মাত্রা পায় ২০০৮ সালে। সেবার গ্রামে নির্মিত হয় দেশের প্রথম পাঁচতারকা মানের পর্যটনকেন্দ্র গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ। এর মাধ্যমে রাধানগরের ইতিহাসে সূচনা হয় নতুন অধ্যায়ের। এরপর থেকেই এই গ্রামটি পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।