এবার সুখবর পেলেন তাসকিন ও মুস্তাফিজ
আরব আমিরাতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টি (আইএল টি–টোয়েন্টি)–এর চতুর্থ আসর শুরু হবে আগামী ০২ ডিসেম্বর, আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ০৪ জানুয়ারি। ৬ দলকে নিয়ে ৩৪ ম্যাচের এই প্রতিযোগিতা আবুধাবি, দুবাই ও শারজাহ-এই তিন শহরে আয়োজন করা হবে।
এবারের আসরে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ দলের দুই তারকা পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে ০৩ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।