আর্কাইভ
লগইন
হোম
বিসিসিআই
ট্রফি না দেওয়ায় ভারতের ক্ষোভ, নাকভির চেয়ার কেড়ে নেওয়ার উদ্যোগ
কয়েকদিন আগেই এশিয়া কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে তারা সদ্য সমাপ্ত আসরের ট্রফি এখনও বুঝে পায়নি। এসিসির সভাপতি মহসিন নাকভি একইসঙ্গে পাকিস্তানের মন্ত্রী এবং পিসিবি সভাপতি হওয়ায় তার হাত থেকে ট্রফি না নেওয়ার ব্যাপারে একাট্টা ছিল ভারত। নাকভিও নিজের অবস্থানে অনড় থেকে ট্রফি বুঝিয়ে দেননি। এরইমধ্যে ভারতীয় গণমাধ্যমে খবর, এশিয়া কাপ ফাইনালের পর দীর্ঘ দিন কেটে গেলেও ভারতীয় দলকে ট্রফি দিতে উদ্যোগী না হওয়ায় এসিসি চেয়ারম্যানকে তার পদ থেকে সরাতে উদ্যোগী হচ্ছে ভারত। তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এশিয়া কাপ ঘিরে বিতর্ক থামছে না। ভারত-পাকিস্তান দ্বন্দ্বও থামছে না। নাকভি ভারতকে ট্রফি হস্তান্তরের কোনও উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ বিসিসিআই কর্তারা। আগামী নভেম্বরে রয়েছে এসিসির বৈঠক। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই বৈঠকে নাকভির বিরুদ্ধে সুর চড়াতে পারেন বিসিসিআই কর্তারা।
8 ঘন্টা আগে