আর্কাইভ
লগইন
হোম
গণভোট
আইনশৃঙ্খলার বিষয়ে ৩ বাহিনীর প্রধানের সঙ্গে ইসির বৈঠক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন।আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নির্বাচন কমিশন কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ছিলেন। বৈঠকে নির্বাচন কমিশনারদের পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।
4 দিন আগে
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা দূরভিসন্ধিমূলক: নাহিদ ইসলাম
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা দূরভিসন্ধিমূলক: নাহিদ ইসলাম
2025-10-23
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যারা এখন এই বিষয়ে কথা বলছেন, তাদের মধ্যে ‘দূরভিসন্ধি’ রয়েছে। গতকাল বুধবার (২২ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, আমরা বৈঠকে জানতে চেয়েছিলাম-তত্ত্বাবধায়ক সরকার কি আসছে? আইন উপদেষ্টা আমাদের জানিয়েছেন, এটা তত্ত্বাবধায়ক সরকার নয়, তবে তত্ত্বাবধায়কের মতো নিরপেক্ষ আচরণের কথা বলা হয়েছে। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিষয়টি জুলাই সনদের আওতাভুক্ত। সেখানে আলোচনা হয়েছে কেমন প্রক্রিয়ায় এই সরকার গঠিত হবে, কী কাঠামো হবে, এমনকি নোট অব ডিসেন্টও রয়েছে। তাই গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো সুযোগ নেই। যদি কেউ এখন এসব কথা বলে, তাহলে বুঝতে হবে তাদের উদ্দেশ্য খারাপ।