ইমরান হাশমির জীবন ১২ ঘণ্টায় যেভাবে বদলে যায়
২০১৪ সালের ঘটনা। বলিউডের অভিনেতা ইমরান হাশমির ছেলে আয়ানের শরীরে ক্যানসার থাবা বসিয়েছিল। ৪ বছরের ছোট্ট ছেলের মরণব্যাধি রোগ। অস্ত্রোপচারে বাদ দিতে হয়েছিল একটি কিডনি।
নিজের লেখা বইয়ে সন্তানের সেই যন্ত্রণাময় দিনগুলো ফিরে দেখেছেন অভিনেতা। সন্তান সুস্থ হয়ে ওঠার পর ‘দ্য কিস অফ লাইফ— হাউ এ সুপারহিরো অ্যান্ড মাই সন ডিফিটেড ক্যানসার’ নামে বইটি লেখেন ইমরান হাশমি। তিনি এতে ক্যানসারের সঙ্গে ছেলে আয়ান তথা পরিবারের লড়াইয়ের কাহিনি বর্ণনা করেছেন।