আদালতে স্বীকারোক্তি সাবেক সিইসি নুরুল হুদার
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা রাষ্ট্রদ্রোহ, নির্বাচনে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে করা মামলায় আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার (০১ জুলাই) তাকে আদালতে হাজির করা হয়।
এই সময় তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান। আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন। এর পর সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানো হয়।