অভিনেতা পলাশকে চমকে দিলেন পাকিস্তানি উপস্থাপিকা, আলোচনায় ‘রোকেয়া’
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবার খেলছে নোয়াখালী এক্সপ্রেস। এই ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। সে কারণে বিপিএলের মাঠে নিয়মিত দেখা যাচ্ছে তাকে।
এবারের বিপিএলে ধারাভাষ্য ও উপস্থাপনায় রাখা হয়েছে বিশেষ চমক। দেশীয় তারকার পাশাপাশি আনা হয়েছে আন্তর্জাতিক মানের বিদেশি উপস্থাপক। খেলাধুলা আর তারকাদের উপস্থিতিতে টুর্নামেন্ট ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। মাঠের নানা মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।