আর্কাইভ
লগইন
হোম
ওয়াশিংটন
ফুটবল বিশ্বকাপে ৩২ দলের নাম নিশ্চিত, অপেক্ষায় আছে আরো ১৬ দল
আগামী ২০২৬ সালের জুন-জুলাই মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলিতভাবে আয়োজন করবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ নামে খ্যাত এই প্রতিযোগিতায় এবার প্রথমবার অংশ নেবে ৪৮ দল। বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার জন্য দলগুলোকে ৬টি কনফেডারেশনের বাছাইপর্ব পেরোতে হচ্ছে। গতকাল ১৬ নভেম্বর (রোববার) অনুষ্ঠিত বাছাইপর্বের একটি ম্যাচে নরওয়ে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে। অন্যদিকে, পর্তুগাল আর্মেনিয়াকে ৯-১ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছে। এভাবে মোট ৩২ দল বিশ্বকাপ নিশ্চিত করেছে, বাকি ১৬টি জায়গার জন্য এখনও লড়াই চলছে। বিশ্বকাপের চূড়ান্ত ড্র হবে ৫ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। আয়োজক দেশগুলো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো স্বয়ংক্রিয়ভাবে অংশ নিতে পারছে। এছাড়া এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চলের কোটা ইতোমধ্যে পূর্ণ হয়েছে।
2 দিন আগে
ইসরায়েলি হামলায় গাজায় আরও ৮১ জন নিহত
ইসরায়েলি হামলায় গাজায় আরও ৮১ জন নিহত
2025-05-27
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন ৫৩ জন। গতকাল সোমবার (২৬ মে) ভোরের পূর্বে থেকে চালানো হামলায় তাদের প্রাণ যায়। হাসপাতাল সূত্র আল জাজিরাকে এসব তথ্য জানায়। আল জাজিরার ওয়াশিংটন প্রতিনিধি জানিয়েছেন, গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস সম্মতি দিয়েছে—এমন খবরে হামাস ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছ থেকে একেবারে ভিন্ন বার্তা পাওয়া যাচ্ছে। গাজায় মানবিক পরিস্থিতির অবনতি ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক মুখপাত্র জানান, গাজায় সবাই কষ্টে আছেন। কারণ হাসপাতালগুলোতে ওষুধ ও চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া যাচ্ছে না, অনেকেরই আঘাত ভয়াবহ ধরনের। ইসরায়েল ত্রাণ-সামগ্রী আটকে রেখেছে এবং হামলা আরও বাড়িয়েছে।