এবার গানেও ইকোসিস্টেম তৈরি করবে এআই
২০২৬ নতুন বছরে চ্যাটজিপিটি আরও শক্তিশালী ও বহুমুখী হয়ে উঠেছে। এটি এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার প্ল্যাটফর্ম নয়, বরং একটি পূর্ণাঙ্গ অ্যাপ ইকোসিস্টেমের অংশ।
ওপেনএআই চ্যাটজিপিটিতে নতুন অ্যাপ ডিরেক্টরি চালু করেছে, যেখানে সম্প্রতি যুক্ত হয়েছে অ্যাপল মিউজিক। এর ফলে ব্যবহারকারীরা বিভিন্ন ভাষার গান খুঁজতে, প্লেলিস্ট তৈরি করতে এবং নিজের মিউজিক লাইব্রেরি সাজাতে পারবে। যদিও পুরো গান সরাসরি প্লে করা যাবে না, তবে গান শুনতে হলে অ্যাপল মিউজিক অ্যাপ ব্যবহার করতে হবে।