আমিরুলের ৫ গোল, ওমানকে উড়িয়ে দিল যুব হকি দল
দক্ষিণ ভারতের মাদুরাইয়ে চলমান যুব হকি বিশ্বকাপে যেন গোল উৎসব করলো বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে চিরচেনা প্রতিপক্ষ ওমানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন লাল-সবুজের যুবারা। আমিরুল ইসলামের অবিশ্বাস্য ৫ গোলের সুবাদে ওমানকে ১৩-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
আন্তর্জাতিক হকিতে ওমান ও বাংলাদেশের লড়াই সাধারণত হাড্ডাহাড্ডি হয়ে থাকে। কিন্তু আজকের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। ম্যাচের শুরু থেকে শেষ বাঁশি পর্যন্ত পুরোটা সময় আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। ডাচ কোচ আইকম্যানের অধীনে দলের গতি, পাসের নির্ভুলতা এবং পেনাল্টি কর্নার (পিসি) থেকে গোল আদায়ের দক্ষতায় স্পষ্ট উন্নতির ছাপ দেখা গেছে।