আর্কাইভ
লগইন
হোম
কোয়েল মল্লিক
দুর্গাপূজা উদ্বোধন করতে টালিউড কোন তারকা কত টাকা নেন?
কয়েকদিন পরই হিন্দু বা সনাতন ধর্ম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। কলকাতায় ইতোমধ্যেই চলছে শেষ মুহূর্তের কাজ। এই উৎসবকে কেন্দ্র তৈরি হয় বহু মানুষের উপার্জনের পথও। সে রকমই একটি বিষয় হলো তারকাদের দিয়ে পূজা উদ্বোধন। তাই প্রতিবছরই বিভিন্ন ক্লাবগুলোতে তারকাদের নিয়ে আসা হয় পূজা উদ্বোধন করার জন্য। পর্দার প্রিয় চরিত্রদের দেখতে সেই মণ্ডপে উপচে পড়ে সাধারণ জনগণের ভিড়। কাদের কাদের পূজা কত বড় হলো? সেই নিয়ে চলে আলোচনা-প্রতিযোগিতা। যত নামী তারকা পূজা উদ্বোধন করতে আসবেন, টাকার অঙ্কও ততটাই ভারি হবে। কারো পারিশ্রমিক হাজারের ঘরে তো কারো অঙ্কটা লাখের ঘরে পৌঁছায়। পূজা উদ্বোধনে খোঁজ পড়ে বড় পর্দা ও ছোট পর্দার তারকাদের।
2025-09-27