লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলায় হামাসের ১৩ যোদ্ধা নিহত, দাবি ইসরাইলের
দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে চালানো সাম্প্রতিক হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের ১৩ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। তবে লেবানন কর্তৃপক্ষ হামলায় নিহতের সংখ্যা নিশ্চিত করলেও তাদের পরিচয় প্রকাশ করেনি।
লেবানন কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার (১৮ নভেম্বর) আইন আল-হেলওয়ে শিবিরে চালানো ঐ হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।