কক্সবাজারের পেকুয়ায় লবণচাষিকে কুপিয়ে জখম
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় আপেল মিয়া (৩৪) নামে এক লবণচাষিকে কোদালের কোপ দিয়ে জখম করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) এই ঘটনায় পেকুয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। একইদিন সকালে উজানটিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গোদারপাড়া জানিয়াঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। আহত আপেল মিয়া একই এলাকার নেজাম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন লবণচাষি।