আর্কাইভ
লগইন
হোম
অটোরিক্সাচালক
টাঙ্গাইলের মির্জাপুরে বাসচাপায় অটোরিকশাচালকসহ যাত্রী নিহত
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (০৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা ওভারব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে অটোচালক রহিজ সিকদার (৪৬) ও অটোরিকশার যাত্রী দেওহাটা গ্রামের আব্দুল হামিদ (৬০)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী একটি বাস মহাসড়কের দেওহাটা ওভারব্রিজ পার হয়ে যাওয়ার সময় একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাচালক ও যাত্রী দুইজনেই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
3 দিন আগে