নিয়মিত মাউথওয়াশ ব্যবহারে যেসব ক্ষতি হতে পারে
অনেকেই আজকাল দাঁত পরিষ্কারের পর মাউথওয়াশ ব্যবহার করেন। কেউ কেউ আবার দাঁত না মেজেই শুধু একটু ফ্রেশনেসের জন্য মাউথওয়াশ ব্যবহার করেন। তবে বিশেষজ্ঞদের মত, মাউথওয়াশ কখনোই দাঁত মাজার বিকল্প নয়। মাউথওয়াশ হলো মুখ পরিষ্কার রাখার সহায়ক উপকরণ, যা দাঁত ও মাড়ি পরিচর্যার জন্য ব্যবহার করা উচিত।
মাউথওয়াশ ব্যবহার করলে মুখে সতেজতা আসে এবং অল্প সময়ের জন্য ব্যাকটেরিয়া কমে। কিছু মাউথওয়াশ মাড়ির জ্বালাভাব কমাতে সাহায্য করে এবং ফ্লোরাইডযুক্ত উপকরণগুলো দাঁতের ক্ষয় রোধে কার্যকর।