সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশ সেরা মোস্তাফিজুর রহমান
টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি। এই ৩ ফরম্যাটে একটা সময়ে বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ককে ছাড়িয়ে গেলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের একক মালিক এখন মোস্তাফিজ। এত দিন ১৪৯ উইকেট নিয়ে সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন কাটার মাস্টার।