শততম টেস্টের মাইলফলক: সবারই প্রশংসায় ভাসছেন মুশফিক
দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০টি টেস্ট খেলার ইতিহাস গড়তে যাচ্ছেন মুশফিকুর রহিম। দীর্ঘ দুই দশকের এই যাত্রায় তার সঙ্গী, সতীর্থ এবং কোচরা তাকে দেখছেন শ্রদ্ধা ও বিস্ময়ের চোখে। এই ঐতিহাসিক মুহূর্ত উপলক্ষ্যে ইএসপিএন ক্রিকইনফো-কে দেওয়া সাক্ষাৎকারে মুশফিকের অধ্যাবসায়, শৃঙ্খলা এবং খেলার প্রতি নিবেদন নিয়ে স্মৃতিচারণ করেছেন তামিম ইকবাল, মুমিনুল হক, ডেভ হোয়াটমোর, চন্ডিকা হাতুরুসিংহে এবং হাবিবুল বাশার।