আর্কাইভ
লগইন
হোম
কুইক রিক্যাপ
হোয়াটসঅ্যাপে আনরিড মেসেজগুলো একসাথে দেখবেন যেভাবে
হোয়াটসঅ্যাপ হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। প্রতিনিয়ত মেসেজ, ছবি, ভিডিও, ফাইল আদান-প্রদান চলে অ্যাপে। ব্যবহারকারীদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আনছে প্ল্যাটফর্মটিতে মেটা। এবার এই প্ল্যাটফর্মটিতে একটি নতুন এআইচালিত ফিচার নিয়ে আসতে চলছে। এই ফিচারটির নাম কুইক রিক্যাপ ফিচার। বিশেষ ফিচারটি এমন একটি ফিচার, যা সেসব ব্যবহারকারীদের জন্য খুবই সহায়ক প্রমাণিত হবে, যারা প্রতিদিন নানা কাজে ব্যস্ত থাকেন এবং দীর্ঘ কনভার্সেশন দেখার জন্য বারবার স্ক্রোল করে সময় নষ্ট করতে চান না। নতুন কুইক রিক্যাপ ফিচার ফিচার ব্যবহারকারীদের একদিকে যেমন সময় সাশ্রয় করবে, তেমনই চ্যাট অভিজ্ঞতাও উন্নত করতে সাহায্য করবে। এই ফিচারের সহায়তায় ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধরে চ্যাট স্ক্রল না করেই নিজেদের আনরিড মেসেজগুলোর সারাংশ দ্রুত পড়তে সক্ষম হবেন।
3 ঘন্টা আগে