আর্কাইভ
লগইন
হোম
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬ গেট’ উদ্বোধন
২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি অম্লান রাখতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) প্রধান ফটকের নামকরণ করা হয়েছে ‘জুলাই ৩৬ গেট’। গতকাল শুক্রবার (০৪ জুলাই) এই গেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম। উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, ‘জুলাই ৩৬ গেট’ শুধু একটি ফটক নয়, এটি প্রজন্ম থেকে প্রজন্মে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াইয়ের এক নীরব সাক্ষী। তরুণদের জন্য এটি একটি অনুপ্রেরণা-যাতে তারা ভুলে না যায়, কীভাবে অধিকার রক্ষায় মানুষ তাদের জীবন উৎসর্গ করেছিলেন। সিকৃবির প্রধান প্রকৌশলী অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন জানান, গেটটির নাম ‘জুলাই ৩৬’ রাখা হয়েছে ২০২৪ সালের জুলাই মাসে শহীদ ও আহত বীর সন্তানদের প্রতি সম্মান জানিয়ে। এটি করতে ব্যয় হয়েছে ১ কোটি ৩৬ লাখ টাকা।
9 ঘন্টা আগে