আর্কাইভ
লগইন
হোম
‘নূর’
আরিফিন শুভ-ঐশী সত্যিই কি প্রেম করছেন?
ঢালিউড সিনেমা পাড়ায় এক সময় ফিসফাঁস গল্প ছড়িয়েছিল—দেশের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশীর প্রেম চলছে। তবে সেই গল্প হালে পানি পায়নি বেশিদিন। প্রেমের এমন গল্প ধোপে না টেকার কারণও স্পষ্ট-কাজের বাইরে খোঁজ মেলে না আরিফিন শুভর, আর ব্যক্তিজীবন নিয়ে তিনি বরাবরই যেমন স্পষ্টভাষী, তেমনি আড়ালপ্রিয়। তাই এই ইস্যু মাটি চাপা পড়েছে, কিন্তু কৌতূহলের ছোঁয়া এখনও বাকি আছে। এবার সেই নিঃশব্দ কৌতূহলটাকে যেন নিজেরাই জাগিয়ে তুললেন নায়ক–নায়িকা। গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে প্রায় একই সময়ে একই ধাঁচের ছবি তুলে ধরলেন দুইজন—ঐশী শিউলী ফুল আঁকা শাড়িতে, শুভর বুকে মাথা রেখে আবছা আলোয় ধরা দিয়েছেন; ছবি যেন নিজেরাই বলছে তাদের গল্প।
2 ঘন্টা আগে