চুক্তিভঙ্গের অভিযোগে নিতিশ কুমার রেড্ডির বিরুদ্ধে ৫ কোটি রুপির মামলা
জাতীয় দলে জায়গা ধরে রাখতে পারেননি, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের মাঝপথে ইনজুরির কারণে ছিটকে গেছেন, এসব হতাশার মধ্যেই এবার আরেক দুঃসংবাদ শুনলেন তরুণ ভারতীয় অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি। ব্যক্তিগত আর্থিক বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে ভারতের দিল্লি হাইকোর্টে।