আগামী বছর মার্চে বাংলাদেশ গেমস!
আগামী বছর (২০২৬) মার্চে বাংলাদেশ গেমস আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বিওএ’র মহাপরিচালক ব্রি. জে. (অব.) এবিএম শেফাউল কবীর জানান, ‘নির্বাহী কমিটির সভায় মার্চে বাংলাদেশ গেমস আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সামনেই জাতীয় সংসদ নির্বাচন। ঐ নির্বাচনের তারিখ এবং অবস্থা বুঝে বাংলাদেশ গেমস আয়োজন করা হবে।’