রাজধানীর মালিবাগে চাপাতি দেখিয়ে ছিনতাই, গ্রেফতার ২
ঢাকার মালিবাগে চাপাতি দেখিয়ে এক শিক্ষার্থীর মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশাসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। গ্রেফতার দুই ছিনতাইকারী হলেন, সুজন (৩০) ও সাইফুল ইসলাম (২৪)।
গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া।
তিনি জানান, গত সোমবার (২৭ অক্টোবর) ভুক্তভোগীর দেওয়া তথ্য ও এলাকার সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে সুজন (৩০) ও সাইফুলকে শাহজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত রিকশা ও ১টি মোবাইল জব্দ করা হয়।