অবরুদ্ধ গাজাবাসীর জন্য নরওয়ে ফুটবলের মহানুভবতা
নরওয়ের সামনে ২৮ বছর পর ফুটবল বিশ্বকাপে খেলার হাতছানি। ইউরোপিয়ান অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম ৫ ম্যাচের সবকটিই জিতেছেন আর্লিং হলান্ডরা। ১৫ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে নরওয়ে। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ইতালি। ৫ ম্যাচে ইতালির সমান পয়েন্ট নিয়ে তিনে ইসরাইল। ফিলিস্তিনের গাজায় নৃশংস হামলা অব্যাহত রাখায় বিশ্বকাপ বাছাইয়ে ইসরাইলকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল নরওয়ে। ফিফা তাতে সাড়া না দেওয়ায় অন্যভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)।