দক্ষিণ আফ্রিকায় পানশালায় ঢুকে বন্দুকধারী দুর্বৃত্তদের গুলি, নিহত ৯
দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গের অদূরে বেকার্সদাল শহরের একটি পানশালায় বন্দুকধারী দুর্বৃত্তদের হামলায় ৯ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
আজ রোববার এক বিবৃতিতে বেকার্সদাল শহরের পুলিশ জানায়, গতকাল রাত ১টার দিকে একটি সাদা মাইক্রোবাস ও একটি রুপালি রঙের মোটরগাড়িতে করে ১২ জন পানশালায় আসে। তারা এলোপাতাড়ি গুলি চালিয়ে পানশালার মালিকসহ ৯ জনকে হত্যা এবং ১০ জনকে আহত করে। তারা অল্প সময় সেখানে অবস্থান করেছে এবং যতক্ষণ সেখানে ছিল, ততক্ষণই গুলি ছুড়েছে। পানশালাটি বৈধ এবং সরকারিভাবে নিবন্ধিত।