আর্কাইভ
লগইন
হোম
খুলনা
খুলনা শহরে একই পরিবারের ৩ জনসহ ৪ খুন
খুলনায় নানী ও তার দুই নাতিসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা ও লবনচরা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নগরীর লবনচরা থানাধীন ৩১নং ওয়ার্ডের মুক্তা কমিশনারের কালভার্টের পাশে দরবেশ মোল্লা গলির একটি বাড়ি থেকে তিনটি লাশ উদ্ধার হয়েছে। নিহতরা হলেন- মহিদুন্নেছা (৫৫), তার দুই নাতি ফাতিহা (৬) ও মুস্তাকিম (৮)। নিজ বাড়ির মুরগির খামার থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
2 দিন আগে
খুলনার সোনাডাঙ্গায় ২০০ টাকা চাওয়ায় স্বামীর ঘুষিতে স্ত্রী নিহত
খুলনার সোনাডাঙ্গায় ২০০ টাকা চাওয়ায় স্বামীর ঘুষিতে স্ত্রী নিহত
2025-08-27
খুলনার সোনাডাঙ্গা থানাধীন বয়রায় স্বামীর কাছে ভাইয়ের পাওনা টাকা চাওয়ায় চাঁদনী (২৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বয়রা ইসলামীয়া কলেজের পাশে এই ঘটনা ঘটে। পরে গৃহবধূকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ঘটনার পর থেকে স্বামী মাসুদ পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, মাসুদ ও চাঁদনী দম্পতি সোনাডাঙ্গা থানাধীন বয়রা ইসলামীয়া কলেজ এলাকার বাসিন্দা প্যারিসের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। মাসুদ পেশায় একজন রাজমিস্ত্রী।